টোল আদায়ে অনিয়ম

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-22 06:32:06

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জ হাটে টোল আদায়ে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মীরগঞ্জ হাটের জনতা ব্যাংকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্ড কাউন্সিলর সামিউল ইসলাম, হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সোহানুর রহমান আযম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা নওশা মিয়া, ব্যবসায়ী মুকুল চন্দ্র সাহা, জাতীয় পার্টির পৌর সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটন, পৌর আওয়ামী লীগ নেতা অমলেষ কুমার সরকার ও বাবু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সরকারের নিয়ম নীতি উপেক্ষা করে মীরগঞ্জ হাটে অনিয়মভাবে টোল আদায় করছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ী ও পণ্য বিক্রি করতে আসা কৃষকরা। তাই বিভিন্ন পণ্যের টোল আদায়ে অনিয়ম ঠেকাতে বিভিন্ন মোড়ে সাইনবোর্ড টানানোর দাবি জানান তারা।

এ বিষয়ে হাট ইজারাদার আব্দুল মমিন বলেন, টোল আদায়ে কোনো অনিয়ম হয়নি। সরকার কর্তৃক নির্ধারিত হারেই টোল আদায় করা হচ্ছে। আর আগামী বুধবারের আগেই সাইনবোর্ড লাগানো হবে।

এ সম্পর্কিত আরও খবর