রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় হাটের নামে মেলা বসিয়ে চাঁদাবাজি ও ইয়াবা ব্যবসা করে আসছে একটি চক্র। অভিযান চালিয়ে ওই চক্রের দুই সদস্য মহসিন ও রিদয়কে গ্রেফতার করেছে র্যাব-২। এ সময় রাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে চাঁদাবাজি ও ইয়াবা ব্যবসার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। রাতে র্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোজাম্মেল হক তথ্যটি নিশ্চিত করেছেন।
এএসপি মোজাম্মেল হক বলেন, রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দীর্ঘদিন ধরে প্রতি সপ্তাহের সোমবারে হাট বসানোর নামে মেলার আয়োজন করে মহসিন, রিদয়সহ আরও বেশ কয়েকজন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী জানতে পারি তারা সেখানে হাট বসিয়া একদিকে চাঁদাবাজি করে, অন্যদিকে নিজেরাও ইয়াবা সেবন করে ও ব্যবসা করে। এসব তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে আজ দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা এবং তিনটি মোবাইল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এ কর্মকর্তা।