শীতের রাতে আশ্রয়ণের ঘরে ঘরে কম্বল নিয়ে হাজির ইউএনও
পৌষ মাসের শীতের রাতে বইছে কনকনে হাওয়া। আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র মানুষগুলো খড়কুটায় আগুন জ্বালিয়ে শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা চালাচ্ছে। এমন সময় তাদের মাঝে শীতের কম্বল নিয়ে হাজির হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।
সোমবার (৫ জানুয়ারি) রাতে গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের শালীহর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে কোন প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই ১২০টি পরিবারের মাঝে নতুন কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। শীতের রাতে প্রশাসনের এই কর্মকর্তার কাছ থেকে নতুন কম্বল উপহার পেয়ে কাছে পেয়ে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয়েছিল আশ্রয়ণ প্রকল্পের শীতার্ত মানুষগুলো।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল সাত্তার বলেন, আমি গরিব মানুষ। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি। শীতে গরম কাপড় না থাকায় খুব কষ্ট হচ্ছিল। আজকে রাতের বেলায় ইউএনও স্যার আমার ঘরে এসে নতুন কম্বল উপহার দিছে আমি খুব খুশি।
আশ্রয়ণ প্রকল্পের আরেক বাসিন্দা মঞ্জুরা বেগম বলেন, ইউএনও স্যার রাতের বেলায় আমাদের এখানে এসে সার্বিক খোঁজ-খবর নিয়েছেন। পরে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে নতুন কম্বল উপহার দিয়েছেন। আমরা কম্বল পেয়ে সবাই খুশি।
উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, কয়েক দিন ধরে এই অঞ্চলে বেশ শীত পড়েছে। এই শীতে অনেক দরিদ্র মানুষের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। প্রকৃত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতের নতুন কম্বল বিতরণ করতে আমি নিজেই রাতের বেলা আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঘরে গিয়ে কম্বল উপহার দিয়েছি। অপ্রত্যাশিত ভাবে কম্বল উপহার পাওয়ার পর শীতার্ত মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই আমাদের পরম পাওয়া।