টেকনাফের পাহাড়ে বন্য হাতির বাচ্চা প্রসব, মা হাতির মৃত্যু 

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের পাহাড়ে এক বন্য মা হাতি বাচ্চা প্রসব করার সময় মৃত্যু হয়েছে। পরে একটি হাতি বাচ্চা (শাবক) বন বিভাগের সদস্যরা উদ্ধার করেন।

রবিবার (৫ জানুয়ারি) বিকালের দিকে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহীন পাহাড় থেকে  হাতির বাচ্চা শাবকটা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং রেঞ্জ অফিসার মো. মিনার চৌধুরী। 

বিজ্ঞাপন

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর আসে হোয়াইক্যং রেঞ্জের আওতায় হরিখোলা গহীন পাহাড়ে একটি বন্য মা হাতি বাচ্চা শাবক প্রসব করার সময় মা হাতি'র মৃত্যু হয়। এ ঘটনার খবর পেয়ে বিকালে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা পাহাড়ে পৌঁছে ঘটনাস্থল থেকে হাতির বাচ্চা শাবক টি উদ্ধারের পরে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়। এবং মৃত্যু হাতি'টা মাটি চাপা দেওয়া হবে। 

তিনি আরও জানান, উদ্ধার হওয়া হাতির বাচ্চা শাবকটি ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হবে।

বিজ্ঞাপন