রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় ১৬ মামলা, গ্রেফতার ৪৭

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 23:14:18

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে সরকারি পরিবহন ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৪৭ জনকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। এছাড়া মামলা হয়েছে ১৬টি।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গণপরিবহন ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপির ১২টি থানায় (পল্টন, মতিঝিল, বিমানবন্দর, উত্তরা পূর্ব, শাহবাগ, ভাটারা, কলাবাগান, তুরাগ, খিলক্ষেত, মোহাম্মদপুর, সূত্রাপুর ও বংশাল) ১৬টি মামলা হয়েছে।

তিনি আরো বলেন, এসব মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শাহবাগ থানা ৬, পল্টন থানা ৯, বংশাল থানা ৭, কলাবাগান থানা ২, তুরাগ ১, উত্তরা পূর্ব থানা ৯, খিলক্ষেত থানা ২, সূত্রাপুর থানা ৮, ভাটারা থানা ১ ও মতিঝিল থানা ২ জনকে গ্রেফতার করেছে।

এ সম্পর্কিত আরও খবর