বিআরটিএ অভিযানে মামলা, জরিমানা

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 16:15:17

 

বৈধ কাগজপত্র, লাইসেন্স, ফিটনেস ঠিক না থাকায় দুটি গাড়ি জব্দ, চারটি মামলা ও ১০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে এ সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার (১৬সেপ্টেম্বর) সকাল ১১ টায় নগরীর কাজীর দেউড়ি মোড় এলাকার অবস্থান নেয় বিআরটিএ।

অভিযানে পুলিশ সদস্যরা গাড়ি থামিয়ে চালকদের কাগজপত্র ও গাড়ির ফিটনেস যাচাই-বাছাই করেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম বহন করার জন্য নির্দেশনা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক বার্তা২৪.কমকে বলেন, নিয়মিতভাবে আমরা অভিযান পরিচালনা করছি। এখন পর্যন্ত দুটি গাড়িকে ডাম্পিং করার জন্য জব্দ করেছি। বাকিদের কাগজপত্র ঠিক না থাকায় মামলা ও জরিমানা করেছি।

এ সম্পর্কিত আরও খবর