টাঙ্গাইলে নদী খননের নামে কৃষকের জমি হারানোর প্রতিবাদে সমাবেশ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-24 21:34:13

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী খননের কৃষকের রেকর্ড করা জমি অপরিকল্পিতভাবে খননের প্রতিবাদে সমাবেশ করেছে ভুক্তভোগীরা।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার জুংগীপুর রুলিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক মিয়া, গাবসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ, ইউপি সদস্য খন্দকার আব্দুল বাছেদ, সাবেক ইউপি সদস্য ফরহাদ আলী আকন্দ, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফরহাদুল ইসলাম শাপলা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যমুনা নদী খননের জন্য ফসলি জমির উপর লাল নিশান লাগিয়ে চিহ্নিত করা হয়েছে। যেভাবে অপরিকল্পিতভাবে ড্রেজিং করা হচ্ছে এতে হাজার হাজার কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অনেকের বিঘা বিঘা সম্পত্তি নদীতে চলে যাবে। এতে কৃষক তার জমি হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। এছাড়া নদী পাড়ের ফসলি জমিও ভাঙনের কবলে পড়বে। এভাবে অপরিকল্পিত ড্রেজিং করলে চরে মানুষ বসবাস করতে পারবে না। তাই ফসলি জমি রক্ষায় অপরিকল্পিত নদীতে ড্রেজিং বন্ধ করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর