মাস্ক না পরায় জরিমানা করলো ডিএনসিসি

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 17:33:41

করোনাভাইরাস প্রতিরোধের অন্যতম উপায় মুখে মাস্ক পরা। সরকার নো মাস্ক, নো সার্ভিস ঘোষণা করার পরেও অনেকেই পাত্তা না দিয়ে মাস্কহীন অবস্থায় রাজধানীতে ঘুরে বেড়াচ্ছেন। করোনার প্রকোপ ঠেকাতে এবার মোবাইল কোর্ট পরিচালনা করছে ডিএনসিসি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মাস্ক পরিধান নিশ্চিতকল্পে কারওয়ান বাজারে ডিএনসিসির মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ কারওয়ান বাজার এলাকায় করোনার দ্বিতীয় প্রকোপ মোকাবিলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় পথচারী, ফুটপাত ও কারওয়ান বাজারের ক্রেতা-বিক্রেতা, রিকশা ও গণপরিবহনের চালক ও যাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের ব্যাপারে সচেতন করা হয় এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে অস্বচ্ছল জনসাধারণের মাঝে আনুমানিক ৬০টি মাস্ক বিতরণ করা হয়। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডবিধি এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ প্রয়োগ করে ৭টি মামলায় ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

মাস্ক পরিধান নিশ্চিতকল্পে ডিএনসিসির মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর