ভয়-ভীতি, জ্বালাও পোড়াও প্রত্যাখানের আহ্বান

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 14:17:40

'শান্তিতে বিজয়' ক্যাম্পেইন থেকে: আসন্ন জাতীয় নির্বাচনে ভয় দেখিয়ে কোনো দলই ভোট পাবে না। শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে চারশ রাজনীতিবীদের শপথ অনুষ্ঠানে তরুণদের মনোভাব প্রকাশ করতে গিয়ে একটি প্রতীকী ভিডিওতে দেখানো হয়েছে এমন দৃশ্য।

শুধু তাই নয়, জ্বালাও পোড়াও করেও লাভ হবে না জাতীয় নির্বাচনে। যারা এমন জ্বালাও পোড়াও বা ভয়ভীতি দেখাবে তাদের তরুণ প্রজন্ম প্রত্যাখান করবে। যারা শান্তির পক্ষে থাকবেন তরুণ প্রজন্ম, জনগণ তাদের প্রতীকে ভোট দিবেন। নির্বাচিত করবেন।

আর তাই আসন্ন নির্বাচনে সব রাজনৈতিক দলকে সহিংসতার পথ পরিহার করার আহ্বান জানানো হয়েছে শান্তিতে বিজয় শপথ অনুষ্ঠানের মাধ্যমে।

দেশের ৪০টিরও বেশি জেলা থেকে চারশ রাজনীতিবিদ যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। আওয়ামী লীগ বিএনপির নেতা কর্মীদের দেখা মিলে এই অনুষ্ঠানে।

শপথ অনুষ্ঠানে ইউএস রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা  এইচ টি ইমাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড: মইনখানসহ প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও খবর