বাংলাদেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে করোনা নিয়ন্ত্রণ করেছেন তাতে সারা বিশ্ব অবাক।পৃথিবীর মানুষ শেখ হাসিনার প্রশংসা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র মহাসচিবও প্রশংসা করেছেন। করোনার আঘাতে সারা পৃথিবীর উন্নয়ন আজ থেমে আছে। সেখানে বাংলাদেশে সকল ধরণের উন্নয়ন কাজ চলমান রয়েছে। পদ্মা সেতুর কাজ চলছে। কল-কারখানা চালু রয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় তিনি আরও বলেন, ইউরোপ, আমেরিকা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতসহ সারা পৃথিবীর উন্নত দেশগুলো করোনায় বিপর্যস্ত। প্রতিটি রাষ্ট্রে হাজার হাজার, লাখো মানুষ মৃত্যুবরণ করেছে। সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে। তাদের অর্থনীতি এখন বন্ধ হওয়ার উপক্রম। ইউরোপে আবারও লকডাউন দিয়েছে। কাজ কর্ম বন্ধ, উন্নয়ন বন্ধ। মানুষের কষ্টের সীমা নাই।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কাজকর্ম বন্ধ হয়ে গেলে মানুষ বেকার হয়ে যায়। মানুষ দিশেহারা হয়ে যায়। আর সংক্রমণ বেশি হয়ে গেলে হাসপাতালে জায়গা থাকে না। চিকিৎসা দেওয়ার ব্যবস্থা থাকে না। পরীক্ষা করার ব্যবস্থা থাকে না। হাসপাতালের বাইরে তাবুর নিচে থাকতে হয়। অনেকেই তাবুতে মৃত্যুবরণ করে। এই দৃশ্য আমরা ইউরোপ-আমেরিকাতে দেখেছি। সেখানে বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহীন, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুল মজিদ ফটো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ আরো অনেকেই।