স্ত্রীর দা‌য়ের করা মামলায় প্রাণী সম্পদ কর্মকর্তা কারাগারে

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-10 16:25:09

টাঙ্গাইলে স্ত্রীর দা‌য়ের করা মামলায় ওয়া‌রেন্টভুক্ত আসামি জেলার নাগরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম মিলনকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রাণী সম্পদ অফিস কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। মিলন ভূঞাপুর উপজেলার মমিনপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান আনিস জানান, ওই কর্মকর্তার বিরুদ্ধে তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। গত ২ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। বিকেলের দি‌কে তা‌কে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে গ্রেফতার করে পুলিশ। প‌রে গ্রেফতারকৃত ওই কর্মকর্তা‌কে আদালতে পাঠা‌নো হয়।

টাঙ্গাইল আদালতের পরিদর্শক তানভীর আহমেদ জানান, প্রাণী সম্পদ কর্মকর্তা‌কে আদালতে হাজির করার পর তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় তাকে জেল হাজতের পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর