উত্তরের জেলা নওগাঁয় বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েকদিন থেকেই আকাশ মেঘলা। সঙ্গে আছে ঘন কুয়াশা। সকাল থেকে দিনের কোন বেলাতে মিলছে না সূর্যের দেখা। এতে বেড়েছে শীতের প্রকোপ। সন্ধ্যা নামলে পথঘাট, হাট-বাজার জনশূন্য হয়ে পড়ে।
রাতে তাপমাত্রা আরও কমে যায়। এতে স্বাভাবিক কাজ কর্ম বাধাগ্রস্ত হওয়ায় বিপাকে পড়তে হচ্ছে দিন এনে দিন খাওয়া কর্মজীবী ও শ্রমজীবী মানুষদের। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন বয়স্ক ও শিশুরা। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
রোববার (১৪ নভেম্বর) সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, একটু গরমের উষ্ণতার জন্য বয়স্করা কাঁথা বা কম্বল জড়িয়ে গুটিসুটি হয়ে বসে আছেন। গবাদি পশুর গায়ে চট জড়িয়ে রেখেছেন। তাদের গরম পানি খাওয়াতে দেখা গেছে। স্থানীয় হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। এদের মধ্যে অধিকাংশই আমাশয়, নিউমোনিয়া, ডায়ারিয়া ও সর্দি জ্বড়ে আক্রান্ত।
বদলগাছি আবহাওয়া অফিস সূত্রে জানা যায় আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।
জেলা শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড মহল্লার বাসিন্দা সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যার পর পরেই কুয়াশা ও ঠান্ডা বাতাস অনুভূত হয়। এছাড়াও সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত দুর-পাল্লার যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।