লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুর হাসপাতাল

লক্ষ্মীপুর হাসপাতাল

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে হাফসা আক্তার (৮) ও সোহাগ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামে হাফসা ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামে সোহাগ পানিতে ডুবে মারা যায়।

বিজ্ঞাপন

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর সালাম সৌরভ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হাফসা হামছাদী গ্রামের হোসেন আহম্মেদের মেয়ে ও সোহাগ আঁধার মানিক গ্রামের মো. সুমনের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে পৃথক স্থানে শিশু সোহাগ ও হাফসার মৃত্যু হয়। তাদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর সালাম সৌরভ বলেন, দুই শিশুকেই আমরা মৃত অবস্থায় পেয়েছি। পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে।