কুমিল্লায় ফেনসিডিল-গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-23 05:18:04

কুমিল্লায় ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ মো. ফরহাদ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

এসময় তার কাছ থেকে ১৫৮ বোতল ফেনসিডিল, ৫ কেজি গাঁজা ও ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ফরহাদ চাঁদপুর সদরের মালরা গ্রামের শাহজাহান হোসেনের ছেলে।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজারে রোববার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই মাদকগুলোসহ মাদক ব্যবসায়ী ফরহাদকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ফেনসিডিল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

এ সম্পর্কিত আরও খবর