২০২০ সালে ৪৭৩৫ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৪৩১ জনের

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 23:06:50

গত বছর দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৭৩৫টি। নিহত ৫৪৩১ জন এবং আহত ৭৩৭৯ জন। নিহতের মধ্যে নারী ৮৭১, শিশু ৬৪৯। ১৩৭৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৪৬৩ জন, যা মোট নিহতের ২৬ দশমিক ৯৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ২৯ দশমিক১০ শতাংশ। দুর্ঘটনায় ১৫১২ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৭ দশমিক ৮৪ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৮৩ জন, অর্থাৎ ১২ দশমিক ৫৭ শতাংশ।

বছরব্যাপী ১১৯টি নৌ-দুর্ঘটনায় ২৭২ জন নিহত, ১৩৭ জন আহত এবং নিখোঁজ ৬২ জন। ১০৮টি রেলপথ দুর্ঘটনায় নিহত ২২৮ জন এবং আহত ৫৪ জন।

শুক্রবার (৮ জানুয়ারি ) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। রোড সেফটি ফাউন্ডেশন ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন-২০২০ তৈরি করেছে।

যানবাহনের যাত্রী নিহতের চিত্র:
দুর্ঘটনায় বাস যাত্রী ২৬১ জন (৪ দশমিক ৮০%), ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান যাত্রী ৩৫০ জন (৬ দশমিক ৪৪%), ট্রলি- লরি-ট্রাক্টর যাত্রী ৯৪ জন (১ দশমিক ৭৩%), মাইক্রোবাস-প্রাইভেটকার-অ্যাম্বলেন্স-জিপ যাত্রী ২৭৫ জন (৫ দশমিক ০৬%), থ্রি-হুইলার যাত্রী (সিএনজি-ইজিবাইক-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা-মিশুক-টেম্পু) ৮৭৪ জন (১৬ দশমিক ০৯%), নসিমন-করিমন-ভটভটি-আলমসাধু-পাখিভ্যান-চান্দের গাড়ি-মাহিন্দ্র-বোরাক যাত্রী ৪৬১ জন (৮ দশমিক ৪৮%), বাই-সাইকেল আরোহী ৪৯ জন (০ দশমিক ৯০%), টমটম-প্যাডেল রিকশা-প্যাডেল ভ্যান যাত্রী ৮৪ জন (১ দশমিক ৫৪%) এবং পাওয়ারটিলারের ৫ জন, ইট ভাঙার গাড়ির ৩ জন শ্রমিকসহ ১৭ জন (০ দশমিক ৩১%) নিহত হয়েছে।

দুর্ঘটনা সংঘটিত সড়কের ধরন:
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৮১১টি (৩৮ দশমিক ২৪%) জাতীয় মহাসড়কে, ১৬০৫টি (৩৩ দশমিক ৮৯%) আঞ্চলিক সড়কে, ৬১৭টি (১৩ দশমিক ০৩%) গ্রামীণ সড়কে, ৬৪৪টি (১৩ দশমিক ৬০%) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে (ফেরিঘাট, নদীর তীর, ফসলের মাঠ, ড্রাইভিং প্রশিক্ষণ মাঠ) ৫৮টি (১ দশমিক ২২%) সংঘটিত হয়েছে।

দুর্ঘটনার ধরন:
দুর্ঘটনাসমূহের ১১১৪টি (২৩ দশমিক ৫২%) মুখোমুখি সংঘর্ষ, ১২৫৫টি (২৬ দশমিক ৫০%) নিয়ন্ত্রণ হারিয়ে, ১৫৭৩টি (৩৩ দশমিক ২২%) পথচারীকে চাপা/ধাক্কা দেয়া, ৭০৯টি (১৪ দশমিক ৯৭%) যানবাহনের পেছনে আঘাত করা এবং ৮৪টি (১ দশমিক ৭৭%) অন্যান্য কারণে ঘটেছে।

দুর্ঘটনায় সম্পৃক্ত/দায়ী যানবাহন:
ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ ১৯ দশমিক ১৪ শতাংশ, ট্রাক্টর-ট্রলি-লরি ৩ দশমিক ২৯ শতাংশ, মাইক্রোবাস-প্রাইভেটকার-অ্যাম্বলেন্স-জিপ ৩ দশমিক ৮০ শতাংশ, যাত্রীবাহী বাস ৯ দশমিক ৯৪ শতাংশ, মোটরসাইকেল ২১ দশমিক ০৯ শতাংশ, থ্রি-হুইলার (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-মিশুক-টেম্পু-লেগুনা) ২০ দশমিক ৪১ শতাংশ, নসিমন-করিমন-ভটভটি-আলমসাধু-পাখিভ্যার-চান্দের গাড়ি-মাহিন্দ্র-বোরাক ১৭ দশমিক ৮২ শতাংশ।

এ সম্পর্কিত আরও খবর