খুলনার রূপসা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মহিদুল মোল্লা (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মহিদুল আনন্দনগর এলাকার ছহির উদ্দিন মোল্লার ছেলে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিবাদের কারণে দুপুরের দিকে মহিদুল মোল্লাকে প্রতিপক্ষরা কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।