কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমান জাটকা জব্দ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-09 07:13:40

বাংলাদেশ কোস্টগার্ডের পৃথক দুটি বিশেষ অভিযানে ১৪২ মণ জাটকাসহ একটি স্টিল বডি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য যানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন বরিশাল কর্তৃক দুইটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় বরিশাল জেলার বন্দর থানাধীন কীর্তনখোলা নদী থেকে একটি ইঞ্জিন চালিত ফাইটার বোট তল্লাশি করে আনুমানিক ৮৮০ কেজি জাটকা জব্দ করা হয়।

অপরদিকে, সকাল সাড়ে ৯টায় বরিশাল লঞ্চ ঘাট সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে একটি স্টিল বডি তল্লাশি চালিয়ে আনুমানিক ৪ হাজার ৮০০ কেজি জাটকাসহ একটি একটি ইঞ্জিন চালিত স্টিল বডি জব্দ করা হয়।

দুটি অভিযানে সর্বমোট ৫ হাজার ৬৮০ কেজি জাটকাসহ একটি ইঞ্জিন চালিত স্টিল বডি জব্দ করা হয়।

পরবর্তীতে বরিশাল সদর উপজেলার এসিল্যান্ড মেহেদী হাসান (সহকারী কমিশনার ভূমি) ও মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত এর উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে জাটকা বিতরণ করা হয় এবং ইঞ্জিন চালিত স্টিল বডিটি মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন প্রতিরোধ, আইন শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর