ময়মনসিংহের নতুন ডিসি এনামুল হক

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-09-01 11:42:00

জামালপুরের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

একই প্রজ্ঞাপনে ময়মনসিংহের বর্তমান জেলা প্রশাসক মো. মিজানুর রহমানকে জননিরাপত্তা বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।

ময়মনসিংহের নয়া জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ২০০৩ সালের ৩১ মে ২১তম বিসিএস ক্যাডারের সরকারি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের মোহাম্মদ আব্দুস সামাদ ও মোসাম্মৎ ফিরোজা বেগম দম্পতির সন্তান।

এ সম্পর্কিত আরও খবর