পটুয়াখালীর দশমিনায় গাছ চাপায় মো. রিফাত হাওলদার (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের চরমাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. রিফাত হাওলদার উপজেলার বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী এবং ওই গ্রামের মো. জাফর হোসেন হাওলাদারের ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের চরমাছুয়াখালী গ্রামে ভেকু দিয়ে একটি উন্নয়ন প্রকল্পের মাটি কাটার কাজ চলছিল। এসময় রিফাত ওই কাজের পাশে দাঁড়িয়েছিলো। স্কাভেটর মেশিন (ভেকু) দিয়ে সুপারি গাছ কাটার সময় ওই গাছটি এসে রিফাতের গায়ে পড়ে। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার অফিসার ইনচার্জ মো. জসিম জানান, মরদেহের ময়নাতদন্তের কার্যক্রম চলছে। ভেকু চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।