চারদিন পার হতে না হতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে ফের এক শিশু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়ার শিশু জেলার তাড়াশ উপজেলার নওগা বাজার মাজেদের ছেলে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটে। চুরি যাওয়া শিশুটির নানী জয়নব (৫৭) জানান, আমার মেয়ে শবিতার (২০) প্রসব বেদনা উঠলে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করি। পরে শনিবার সকাল ৯টার দিকে সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তান জন্ম নেয়। নাম রাখা হয় সামিউল।
জন্মের পর হাসপাতাল বেডে আমার কাছ থেকে একটি বোরকা পরা মহিলা শিশু সামিউলকে কোলে নিয়ে আদর করতে থাকে। আমি বাথরুমে গেলে ফিরে এসে নাতীকে পাই না। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করি।
এ বিষয়ে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালের ম্যানেজার জাকির হোসেন বলেন, বিষয়টি শুনে তাৎক্ষনিকভাবে পুলিশকে অবগত করি এবং সিসি টিভি ফুটেজে বোরকা পরা এক নারী শিশুটিকে নিয়ে যাচ্ছে এমন ছবি শনাক্ত হয়েছে।
এ ব্যাপারে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, হাসপাতাল সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং চুরি হওয়া শিশুটি উদ্ধারের জন্য জোড় চেষ্টা করছি।