স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বরিশালে নৌকা বাইচ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-30 17:39:44

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মার্চ) বিকেলে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) আয়োজনে কীর্তনখোলা নদীর ৩ কিলোমিটার জুড়ে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

নগরীর ত্রিশ গোডাউনের স্মৃতিসৌধ এলাকা থেকে বরিশাল নৌ বন্দর পর্যন্ত ১০টি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, মেয়রপত্নী ও মহানগর আওয়ামী লীগের সদস্য লিপি আব্দুল্লাহসহ কয়েক হাজার হাজার উৎসুক জনতা নৌকা বাইচ উপভোগ করেন।

নৌকা বাইচ প্রতিযোগিতায় বিসিসির সাবেক কাউন্সিলর আউয়াল মোল্লার দল চ্যাম্পিয়ন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেনের দল রানারআপ হয়েছে। সেকেন্ড রানার আপ হয়েছে ২১নং ওয়ার্ড কাউন্সিলর সাইদ আহম্মেদ মান্নার দল।

এ সম্পর্কিত আরও খবর