বইমেলার বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলা একাডেমি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 16:15:54

নতুন করে দেশে দ্রুত বাড়তে থাকা করোনাভাইরাসের বিস্তার রোধে ইতিমধ্যে সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। কিন্তু বইমেলার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি সরকার। তাই বইমেলা চলবে কি, চলবে না সে বিষয়ে সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

শনিবার (৩ মার্চ) দুপুরে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে বলেন, সরকার থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হবে সেটিই পালন করবে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

এরইমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন দেওয়া হবে।

এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দুই-একদিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউন দেওয়ার জন্য সরকার চিন্তা করছে।

এর আগে গত বৃহস্পতিবার অবিলম্বে বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্রসহ যে কোনো ধরনের মেলা বন্ধ করার সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

এ সম্পর্কিত আরও খবর