সিরাজগঞ্জের ঢাকা বগুড়া মহাসড়কের হাটিকুমরুল হতে চান্দাইকোনা ফুড ভিলেজ এলাকার মহাসড়কের মোড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তা জুড়ে যানজট ও ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে।
বুধবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় মহাসড়ক ঘুরে এই চিত্র দেখা গেছে। উত্তরবঙ্গ গামী রাস্তায় যানজট থাকলেও ঢাকামুখী রাস্তা ফাঁকা।
ঢাকা থেকে রংপুর গামী ট্রাক চালক আনছার আলী বলেন, আমি ভোর ৬টায় হাটিকুমরুল গোলচত্বর পার হলেও তার পর থেকে এখানে আসতে সাড়ে ৪ ঘণ্টারও বেশি সময় লেগেছে। জানিনা বাকিটুকু পার হতে কত সময় লাগবে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান আলী জানান, মহাসড়কে এখন কোনো যানজট নেই তবে ধীরগতি আছে।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে বললে তিনি জানান, আমি মাত্রই যানজটের শেষ প্রান্ত থেকে ঘুরে আসলাম। চান্দাইকোনা থেকে ঘুড়কার একটু দক্ষিণ পর্যন্ত উত্তরবঙ্গগামী রাস্তায় ট্রাকের ধীরগতি আছে।