বেঁধে দেয়া সময়ের আগেই রাজশাহীর বাজারে আম

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-31 10:20:24

রাজশাহীতে আম পাড়ার সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন, যেন পরিপক্ব আমই গাছ থেকে নামানো হয়। কিন্তু সময়ের আগেই রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ঝুড়ি সাজিয়ে পাকা আম বিক্রি করতে দেখা গেছে।

জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মে’র আগে বাজারে কোন ধরনের পাকা আম পাড়া যাবে না।

শনিবার (০৮ মে) সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এক ব্যক্তিকে গোপালভোগ আম বিক্রি করতে দেখা যায়। দাম কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকা। ব্যবসায়ীর দাবি, গাছে আম পেকে গেছে। তাই বাগান মালিকের কাছ থেকে তিনি কিনে এনেছেন। নগরীর ভদ্রা মোড়েও আরেক ব্যক্তিকে আম বিক্রি করতে দেখা যায়। এই বিক্রেতা বললেন, আম নামানোর সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। আম পেকে যাওয়ায় তিনি বাজারে এনেছেন।

গত বৃহস্পতিবার কৃষিবিদ, ফল গবেষক, চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে সভা করে জেলা প্রশাসন আম নামানোর তারিখ নির্ধারণ করে। সবার মতামতের ভিত্তিতে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর যেসব জাতের আম যেদিন থেকে নামানো শুরু হয়েছিল, এবারও সেই তারিখে ওই জাতের আম নামানো যাবে। এর মধ্যে সব ধরনের গুটি জাতের আম নামানো যাবে আগামী ১৫ মে থেকে।

আর উন্নতজাতের আমগুলোর মধ্যে গোপালভোগ ২০ মে, লক্ষণভোগ বা লখনা ও রাণীপছন্দ ২৫ মে এবং হিমসাগর বা খিরসাপাত ২৮ মে থেকে নামিয়ে হাটে তুলতে পারবেন বাগানমালিক ও চাষিরা। এছাড়া ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে ফজলি ও আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশি^না ও বারি আম-৪ নামানো যাবে। এর আগে এসব আম নামানো যাবে না।

সময়ের আগেই বাজারে গোপালভোগ থাকার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার বলেন, এ বিষয়টি নজরদারি করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জেলা প্রশাসনের সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিয়েছেন। দ্রুতই তাঁরা অভিযানে নামবেন। সময়ের আগে কোন আম বাজারে বিক্রি করতে দেওয়া হবে না।

এ সম্পর্কিত আরও খবর