মরিচের বস্তায় গাঁজা পাচার, তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-22 09:23:46

মরিচের বস্তায় অভিনব কায়দায় পাচারের সময় নাটোরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ১০ কেজি ও মূল্য চার লাখ টাকা।

শনিবার (৮ মে) সন্ধ্যায় শহরের স্টেশন বাজার একতার মোড় থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- গাইবান্ধা জেলার সদর উপজেলার বাটিকামারী গ্রামের মৃত জালাল সরকারের ছেলে মানিক মিয়া (৪২), মৃত মহির উদ্দীনের ছেলে নূর আলম (৪০) ও বাগাতিপাড়ার মালঞ্চির মৃত আলিম উদ্দীনের ছেলে ইনসার আলী (৫০)।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সন্ধ্যায় মাদক ব্যবসায়ী মানিক মিয়া ও নূর আলম মরিচের বস্তায় গাঁজা ভরে গাইবান্ধা থেকে নাটোরের বাগাতিপাড়ার মাদক ব্যবসায়ী ইনসার আলীর কাছে পৌঁছে দিচ্ছিলেন ৷ স্টেশন বাজারের শাহিনা ফার্মেসির সামনে থেকে মানিক মিয়া ও নূর আলমকে ও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইনসার আলীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর