ঈদের দিন সকালে বৃষ্টির সম্ভবনা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 11:52:37

ঈদের দিন সকালে অস্থায়ী দমকাসহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (১৩ মে) দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আগামীকালও এই ধারা অব্যাহত থাকবে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

জানাযায়, শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে । ঈদের দিন ঢাকায় ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টি হয়ে বাকিটা সময় আকাশ পরিষ্কার থাকবে।

এদিকে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশে বৃষ্টি কম হলেও উজানে ভারতীয় অংশের আসাম ও মেঘালয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। এর ফলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়ছে। দেশের বিভিন্ন নদ-নদীর ৩৯টি পয়েন্টের পানি বাড়ছে ও ২০টির পানি কমছে।

মহামারির দ্বিতীয় ঢেউয়ে কঠোর বিধিনিষেধের কারণে এবারও ঈদের জামাত ঈদগাহ বা খোলা জায়গার বদলে মসজিদে পড়তে হবে।

এ সম্পর্কিত আরও খবর