এবারের বাজেটেও থাকছে জরিমানা ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগ।
বুধবার (১৮ মে) ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের পর ব্রিফিংয়ে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, যতদিন অপ্রদর্শিত আয় থাকবে, ততদিন পর্যন্ত এ সুযোগ থাকবে।
ভ্যাকসিন প্রসঙ্গে আ হ ম মুস্তফা কামাল বলেন, করোনাকালে জরুরি কেনাকাটার প্রস্তুতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘাটতি রয়েছে।