বিদেশগামীদের করোনা পরীক্ষা এখন থেকে আর্মি স্টেডিয়ামে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 02:12:23

বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা এখন থেকে আর্মি স্টেডিয়ামে করা হবে।

রোববার (০৬ জুন) করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, বিদেশগামীদের সুবিধার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, বিদেশগামী যাত্রীদের আরও উন্নত ও ভালো সার্ভিস দেওয়ার জন্য ডিএনসিসি আরটি-পিসিআরের কার্যক্রম আার্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে ।

অধ্যাপক রোবেদ আমিন বলেন, এর আগে বিদেশগামী যাত্রীদের করোনার নমুনা পরীক্ষা হতো রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি বুথে। কিন্তু সেই হাসপাতালে এখন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেটা করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে নির্ধারিত হয়েছে। তাই এ কাজে তাদের ব্যস্ততা বেড়েছে বিধায় সেখানে অবস্থিত আটটি আরটি-পিসিআর বুথে এখন আর করোনার নমুনা পরীক্ষা হচ্ছে না।

তিনি আরও বলেন, কিন্তু সেখানে কিছু অসাধু এবং দালাল শ্রেণির ব্যক্তি মানুষকে পথভ্রষ্ট করে বিভিন্নভাবে তাদের থেকে টাকা আদায় করছে এবং ভুয়া সার্টিফিকেট দিচ্ছে।

এ বিষয়ে সকলকে সর্তক থাকার আহ্বান জানিয়ে অধ্যাপক রোবেদ আমিন বলেন, এ বিষয়ে কোনও আর্থিক লেনদেনের দায়ভার স্বাস্থ্য অধিদফতর নেবে না।

এ সম্পর্কিত আরও খবর