শার্শায় ভূমিহীনদের মাঝে ২৫ ঘরের চাবি হস্তান্তর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, (বেনাপোল) যশোর | 2023-08-24 04:11:30

যশোরের শার্শায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২৫ জনের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। মাথা গোজার ঠাঁই পেয়ে অসহায় হতদরীদ্র এসব মানুষ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সোমবার (১৪ জুন) বিকালে শার্শা সদর ইউনিয়নের কুলপালা-গাতিপাড়া গ্রামে এ প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য যশোর ১ আসনের শেখ আফিল উদ্দিন।

এ সময় শেখ আফিল বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতি ছিল দেশে কেউ ভূমিহীন থাকবে না। সবাইকে পর্যায়ক্রমে মাথা গোজার ঠাঁই করে দেওয়া হবে। আ. লীগ সরকার যে প্রতিশ্রুতি দেন তা পালন করেন। সরকার ক্ষমতায় থাকলে উন্নয়নের এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সহকারী কমিশন (ভূমি) রাসনা শারমীন মিথী, শার্শা থানার ওসি বদরুল আলম খাঁন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর