চুয়াডাঙ্গায় চালককে মারধর করে পাখিভ্যান ছিনতাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় বিপুল হোসেন (৪৫) নামের এক চালককে মারধর করে পাখিভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৩ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর মাঠে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে মারধরে করে ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী বিপুল হোসেনের ছেলে রাব্বি হোসেন বলেন, ‘মাঠে কৃষিকাজ শেষে সন্ধ্যার পর নিজের পাখিভ্যান নিয়ে পকেট খরচের জন্য ভাড়ায় বের হয়েছিলেন বাবা। রাত আটটার দিকে মোবাইলে জানতে পারি তাকে মারধর করে গহেরপুর মাঠের মধ্যে ছিনতাইকারীরা পাখিভ্যান নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা সেখান থেকে বাবাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি।’

রাব্বি হোসেন আরও বলেন, ‘বাবা জনিয়েছে, সন্ধ্যায় খাড়াগোদা থেকে পাঁচজন যাত্রী সড়াবাড়িয়া যাওয়ার জন্য ভ্যানটি ভাড়া করেন। পথে গহেরপুর ইটভাটার কাছে পৌঁছালে যাত্রীরা তাকে ভ্যান থেকে নামিয়ে মারধর শুরু করলে তিনি জ্ঞান হারান। মারধরের এক পর্যায়ে তিনি জ্ঞান হারালে ছিনতাইকারীরা তার ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে জ্ঞান ফিরলে গহেরপুর খালপাড়ার একটি বাড়িতে গেলে মুমূর্ষু অবস্থা দেখে তারা বাবার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং আমাদের খবর দেন।’

বিজ্ঞাপন

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, ‘রাত সাড়ে নয়টার পরে পরিবারের সদস্যরা বিপুল হোসেনকে জরুরি বিভাগে আনে। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধের চেষ্টা করা হয়েছিল। জরুরি বিভাগ থেকে তাকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত।’