পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এসময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে একটি এবং আরিচা-কাজিরহাট নৌরুটে দুইটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং সাড়ে ১১টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম নাসির হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে মানিকগঞ্জের পদ্মা-যমুনায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে করে নৌরুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত ১১থেকে পাটুরিয়া দৌলতদিয়া এবং সাড়ে ১১টা থেকে আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিজ্ঞাপন

এসময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের বড় একটি ফেরু আটকা পড়ে। অপরদিকে আরিচা-কাজিরহাট নৌরুটের মাঝ যমুনায় যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে খানজাহান আলী ও কৃষাণী নামের দুইটি ফেরি। নদী এলাকায় কুয়াশার প্রকোপ কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে জানান নাসির হোসেন চৌধুরী।