রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : রাশিয়া ও ভারতের সঙ্গে চুক্তি সই

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-09-01 21:36:59

পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়া ও ভারতের সঙ্গে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ। রাশিয়ার মস্কোতে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই চুক্তি স্বাÿরিত হয় বলে জানিয়েছে ইকোনমিক টাইমস। বাংলাদেশের পÿে রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত এসএম সাইফুল হক চুক্তিতে সই করেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের পÿে সংস্থাটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক নিকোলে স্পাস্কি এবং ভারতের পরমাণু শক্তি করপোরেশন (এনপিসিআইএল) এর পÿে রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ শরণ সই করেন। চুক্তির মধ্য দিয়ে এই প্রথম নিজ দেশের বাইরে কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জড়িত হল ভারত। চুক্তি অনুযায়ী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির ডিজাইন, অবকাঠামো নির্মাণ এবং প্রকল্প সমন্বয় ও চুলøী নির্মাণে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করবে রাশিয়া। অপরদিকে কর্মীদের প্রশিÿণ, পরামর্শ, অবকাঠামো নির্মাণে সহযোগিতা এবং সাধারণ কিছু যন্ত্রপাতি সরবরাহ করবে ভারত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রতিটি ১২০০ মেগাওয়াট উৎপাদনÿমতা সম্পন্ন দুইটি চুলøী নির্মাণ করা হবে। ঢাকা থেকে ১৬০ কিলোমিটার দূরে পারমাণবিক কেন্দ্রটি নির্মাণে প্রাথমিক কার্যাবলী সম্পন্ন হয়েছে। এবার শুরু হবে অবকাঠামো নির্মাণ কাজ।

এ সম্পর্কিত আরও খবর