এইচএসসির ফরম পূরণের পাওনা টাকা বিতরণে অনিয়ম

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, (গৌরীপুর) ময়মনসিংহ | 2023-08-24 14:11:42

ময়মনসিংহের গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের এইচএসসির ফরম পূরণের পাওনা টাকা বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিকার ও টাকা ফেরত চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে শিক্ষার্থীরা।

জানা যায়, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ থেকে ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা থেকে ৩৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণের ফরম পূরণ করে। কিন্ত করোনা মহামারির কারণে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সরকার ফরম পূরণকারী শিক্ষার্থীদের অটোপাশ ঘোষণা করে। পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীদের ফরম পূরণের কিছু অংশের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞান বিভাগের নিয়মিত একজন শিক্ষার্থী ১ হাজার ৬৫ টাকা ফেরত পাবেন। এরমধ্যে বোর্ড ফি ৪৮০ টাকা, কেন্দ্র ফি ২২৫ টাকা ও আট বিষয়ে ব্যবহারিক ফি ৪৫ টাকা করে মোট ৩৬০ টাকা। এছাড়াও মানবিক ও বাণিজ্য বিভাগে একজন নিয়মিত শিক্ষার্থী ফরম পূরণের ৭৪০ টাকা করে ফেরত পাবেন।

এদিকে গত মঙ্গলবার শিক্ষার্থীদের ফরম পূরণের টাকা ফেরত দেয়া হবে এইমর্মে কলেজ কর্তৃপক্ষ নোটিশ প্রদান করে। পরে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা টাকা আনতে গেলে কলেজ কর্তৃপক্ষ ১ হাজার ৬৫ টাকার পরিবর্তে ৪৮০ টাকা করে শিক্ষার্থীদের নিতে বলে। এছাড়াও শিক্ষার্থীদের (মার্কশিট) নম্বরপত্র বাবদ ২৫০ টাকা করে কেটে নেয়া হয়। এসব বিষয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে কলেজ কর্তৃপক্ষ। পরে শিক্ষার্থীরা টাকা ফেরত না নিয়ে চলে যায়। গত বুধবার ফরম পূরণের টাকা ফেরতের দাবি ও কলেজের অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানান, পরীক্ষার ফরম পূরণের সময় বোর্ড নির্ধারিত ফি এর চেয়ে বেশি টাকা নেয়া হয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে। মার্কশিট প্রদানের ক্ষেত্রে টাকা প্রদানের কোন নিয়ম না থাকলেও টাকা নেয়া হচ্ছে। আমরা প্রতিবাদ করায় খারাপ আচরণ করেছে কলেজ কর্তৃপক্ষ।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, ফরম পূরণের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে অধ্যক্ষের সাথে কথা হয়েছে। শিক্ষার্থীদের পাওনা টাকা ফেরতের নির্দেশ দেয়া হয়েছে।

গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের অধ্যক্ষ রুহুল আমিন বলেন, ফরম পূরণের টাকা বিতরণের কোন অনিয়ম হয়নি। আগামী ২২ জুন বিজ্ঞান, ২৩ জুন মানবিক ও ২৪ জুন ব্যবসায় শিক্ষা শাখা শিক্ষার্থীদের ফরম পূরণের সমুদয় পাওনা টাকা ফেরত দেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর