বিএনপি নেতা তরিকুল ইসলাম আইসিইউতে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 03:27:17

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।

রোববার (১৪ অক্টোবর) বিকাল সোয়া ৫টায় বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, তরিকুল ইসলাম বার্ধক্যের পাশাপাশি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও কিডনি জটিলতায় ভুগছিলেন। এছাড়া ফুসফুসের ক্যান্সারেও আক্রান্ত তিনি। ডায়াবেটিসের ইনসুলিনের পাশাপাশি সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস করাতে হয়। 

চিকিৎসকদের পরামর্শে গত মে-জুন মাসে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসাও নিয়েছেন তরিকুল ইসলাম।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ দলের স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি। এরপর আর কোনো দলীয় ফোরামে দেখা যায়নি তরিকুল ইসলামকে। 

রাজধানীর শান্তিনগর মোড়ে ইস্টার্ন পয়েন্টের একটি ফ্ল্যাটে বসবাস করছেন তরিকুল ইসলাম। তাঁর গ্রামের বাড়ি যশোর। বিএনপি সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন যশোর-৩ সংসদীয় আসনের এই সাবেক সাংসদ।

এ সম্পর্কিত আরও খবর