পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরে বিষ দিয়ে ৪০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে।
রোববার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন যাবত চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধূরী ও তার ভাইয়েরা মাছের ব্যবসা করে আসছিল। কিন্তু পূর্ব বিরোধকে কেন্দ্র করে শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধূরীর সাথে একই এলাকার সুমন চৌধূরীর বিরোধ চলে আসছিল। এরই জের ধরে কিছুদিন আগে সুমন চৌধূরীর ভাই ইমরান, ফরহাদ মেম্বারের ছেলে রবিন, আজাদ মিয়ার ছেলে মাসুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধূরীর ভাই ইমান উদ্দিনের পুকুরের পাড়ে বসে মাছ মেরে ফেলার জন্য পায়তারা করছিল।
তারপর রোববার (২৭ জুন) রাতে তারা পুকুরে বিষ ঢেলে দেয়। এ সময় পুকুরের পাহারাদার সিয়াম বিষয়টি দেখতে পেয়ে তাদের ধরতে গেলে তারা পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সোমবার (২৮ জুন) সকালে আবারো ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের কাছ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।