বগুড়ায় ৫২৫ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-09-01 21:56:55

৫২৫ পিস ইয়াবাসহ সালমা বেগম (৩৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। সালমা বেগম বগুড়া সদরের নুরইল গ্রামের মুরাদুজ্জামান ওরফে মুরাদের স্ত্রী। মুরাদ ৪০০ পিস ইয়াবাসহ কয়েক মাস আগে গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন।

মঙ্গলবার (২৯ জুন) বেলা ১২ টার দিকে সালমা বেগমকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, সালমা বেগম ও তার স্বামী দুই জনেই এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত। স্বামী জেল হাজতে থাকায় সালমা বেগম মাদক ব্যবসা করে আসছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা সালমা বেগমের বাড়িতে অভিযান চালায়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার ঘর থেকে ৫২৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

মাদক ব্যবসার অভিযোগ সালমার নামে আরো ৪ টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা।

এ সম্পর্কিত আরও খবর