চট্টগ্রামে ট্রেনের টিকিট কালোবাজারি, আনসার সদস্যসহ আটক ৩



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম রেলস্টেশন ঈদযাত্রায় বাড়তি চাহিদা ঘিরে ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগে এক আনসার সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ জুন) দুপুর ২টার দিকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়। তারা হলেন, আনসার সদস্য মো. স্বপন, মো. মজনু ও মো. রুবেল।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম বলেন, ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগে এক আনসার সদস্যসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৯টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

   

প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ সময় বিদায়ী সেনাবাহিনীর প্রধানের পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

২০২১ সালের ১০ জুন সেনাপ্রধান হিসেবে এস এম শফিউদ্দিন আহমেদকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিলো প্রতিরক্ষা মন্ত্রণালয়।

;

গ্রীষ্মের ছুটি কমেছে শিক্ষাপ্রতিষ্ঠানে, সাপ্তাহিক ছুটি শুক্র-শনি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমলো

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমলো

  • Font increase
  • Font Decrease

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। আগামী ২ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলেও এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে বুধবার (২৬ জুন)। তবে শুক্রবারের পাশাপাশি শনিবারও থাকবে সাপ্তাহিক ছুটি।

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছুটি কমানোর কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, নতুন কারিক্যুলামে চলতি বছরে বেশ ঘাটতি রয়েছে। শীত ও অতি গরমের কারণে এবার ১৫ দিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই ক্ষতি পোষাতে গ্রীষ্মের ছুটি কাটছাঁট করা হচ্ছে। সে ক্ষেত্রে শীতকালীন ছুটি কিছুটা বাড়তে পারে বলে জানান শিক্ষামন্ত্রী।

এ ছাড়া সাপ্তাহিক ছুটি শুক্রবারের পাশাপাশি শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে গ্রীষ্মের ছুটি কমে যাবে।

শিক্ষাপঞ্জি অনুসারে, এবার ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন এবং চলার কথা ছিল ২ জুলাই পর্যন্ত।

;

প্রেমের জেরে দু’পক্ষের সংঘর্ষ: ভাতিজার কারণে প্রাণ গেল চাচার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গাইবান্ধার পলাশবাড়িতে ভাতিজার দুঃসাহসিকতার কারণে মারা গেল চাচা রুবেল।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ঈদের পরদিন মঙ্গলবার (১৮ জুন) দুপুরে ভাতিজার প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছিলেন রুবেল। ৫০ বছর বয়সী নিহত রুবেল উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের মৃত নজির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় জিসান ও আঁখি নামের দুই ছেলে-মেয়ের প্রেমে বাধা দেওয়ার জেরে রুবেলের ভাতিজা লিটন ও আতিয়ার নামের অপর এক যুবকের মধ্যে রেষারেষি শুরু হয়। এর জেরে লিটন ঈদের পরদিন আতিয়ারের এলাকায় গিয়ে দুঃসাহসিকতা দেখিয়ে আতিয়ার গ্রুপের এলাকায় সংঘর্ষ বাধায়। এসময় কয়েকজনকে ছুরিকাঘাত করে আহত করে চলেও আসে। পরে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে আতিয়ার গ্রুপ সংঘবদ্ধ হয়ে লিটনের বাড়িতে লিটনের ওপর হামলা চালানোর উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রওনা করে। পথে বিষয়টি বুঝতে আতিয়ার গ্রুপকে বাধা দেওয়ার চেষ্টা করে লিটনের চাচা রুবেল। এসময় ওই দলবলের লাঠির আঘাতে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত আহত হন তিনি। পরে তাকেও প্রথমে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কিন্তু মাথায় গুরুতর আঘাত পাওয়া রুবেলের অবস্থার অবনতি হলে সেদিন বিকেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার করেন। সেখানে তার আরও অবস্থার অবনতি হলে একইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেয় তার পরিবার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে রুবেলের মৃত্যু হয়।

বিষয়টি মুঠোফোনে বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান।

তিনি জানান, ঈদের পরদিন এলাকায় কিশোর প্রেমের ঘটনার সূত্র ধরে নিহত রুবেলের ভাতিজা লিটনের সাথে অপর একটি গ্রুপের মারামারি হয়। সেই সূত্র ধরে তারা লিটনের ওপর হামলা করতে আসার পথে লিটনের চাচা রুবেল তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এসময় তারা রুবেলের ওপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে পলাশবাড়ি, পরে রংপুর এবং শেষে অবস্থার চরম অবনতি হলে একইদিন রাতে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, সেদিনের ঘটনায় ওই দিনই আতিয়ার গ্রুপের ১৭ জন নামীয়সহ বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে পলাশবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন রুবেলের মেয়ে রেবা বেগম। ঘটনার পর থেকেই আসামিরা পরিবারসহ পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

;

বৃষ্টি হলেই জলজট কটিয়াদী পৌর এলাকায়, নিরসনে মানববন্ধন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কিশোরগঞ্জ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরএলাকার ভোগপাড়াসহ বিভিন্ন মহল্লায় বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তা ও আশপাশের বাড়ি ঘরে হাঁটুপানি লেগে থাকে। এতে মহল্লাবাসীর দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। নিম্নমানের রাস্তা তৈরির কিছুদিনের মধ্যে গর্ত হয়ে যাচ্ছে৷ একদিকে রাস্তা খানাখন্দে ভরা অপরদিকে জমে থাকে বৃষ্টির পানি৷ সমস্যার যেন শেষ নেই। একটু বৃষ্টি হলেই কটিয়াদী বাসস্ট্যান্ডে পানি জমে থাকে৷

এমন পরিস্থিতিতে জলাবদ্ধতা থেকে পরিত্রাণের জন্য পৌর এলাকার ভোগপাড়া মহল্লাবাসী বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

সরেজমিন দেখা যায়, বৃষ্টি হলেই ভোগপাড়া মডেল মসজিদের রাস্তায় হাঁটুজল লেগে থাকে। আশপাশের বাড়ি ঘরেও হাঁটুজল লেগে থাকার কারণে মহল্লাবাসীসহ সর্বসাধারণের চলাচলে খুবই কষ্ট করতে হয়। পচা দুর্গন্ধ যুক্ত পানি মারিয়ে মসজিদে যাতায়াতের কারণে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে সমস্যা হচ্ছে। তাছাড়া মসজিদ সংলগ্ন পল্লী বিদ্যুতের জোনাল অফিসে দূরদূরান্ত থেকে আসা গ্রাহকগণ পড়েন চরম ভোগান্তিতে। দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে অফিসে যেতে হয়।

ভোগপাড়া মহল্লার সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন বলেন, মাটি ফেলে কালভার্টের মুখ বন্ধ করার পর থেকে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। মহল্লার ৭-৮শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। সবেমাত্র বর্ষাকাল শুরু। কালভার্টের মুখ খুলে না দিলে জলাবদ্ধতা দূর হবে না। এতে অত্র এলাকায় বসবাসকারীদের অসুখ বিসুখ লেগেই থাকবে। কেউ কেউ বাড়ি ঘরে তালা দিয়ে অন্যত্র চলে গেছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ওসমান মো. সবুজ, মো. রতন মিয়া, মুক্তিযোদ্ধা আক্কাছ মিয়া, বুলবুল ইসলাম, লিটন মিয়া, আফজাল হোসেন, সোহাগ মিয়া প্রমুখ। মানববন্ধন শেষে মানববন্ধনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়।

;