গ্রেফতারের ১৭ দিনের মাথায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ।
বুধবার (৩০ জুন) সন্ধ্যায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুভাষ কুমার ঘোষ।
এর আগে পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা অভিযোগের মামলা থেকে জামিনের পর আজ মাদক মামলা থেকেও জামিন পান ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।
এদিকে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার করার মামলার আসামি তুহিন সিদ্দিকী অমিকে মানবপাচার মামলায় দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম এই আদেশ দেন।
এর আগে গত ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ অজ্ঞাত চার জনের বিরুদ্ধে সাভার থানায় একটি মামলা দায়ের করেন চলচ্চিত্র নায়িকা পরীমনি। সেই মামলার পরিপ্রেক্ষিতে ওইদিনই রাতে উত্তরায় তুহিন সিদ্দিকী অমির বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, অমি ও তিন নারীকে গ্রেফতার করে ডিবি।