ধামরাইয়ে ছেলের বেদম পিটুনিতে আহত বাবা-মা

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-09-01 18:36:24

ঢাকার ধামরাইয়ে ছেলের বিরুদ্ধে মা বাবার ওপর হামলা ও বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ ওঠেছে। এমনকি বাবা মাকে বেদম পিটিয়ে আহত করেছেন ওই ছেলে। এ ঘটনায় বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (৩০ জুন) ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কুল্লা ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মঙ্গল মিয়ার (৬০) বড় ছেলে মাসুদ হোসেন (৩৫) ও ছোট ছেলে আলমগীর হোসেন (৩০)। দুই ছেলের কেউ বাবা মাকে দেখাশোনা করেন না। মঙ্গল মিয়া স্ত্রী আমেনা খাতুনকে (৫৫) নিয়ে আলাদা ঘরে থাকেন।

দুইদিন পূর্বে মঙ্গল মিয়া স্ত্রীর নামে ১৩ শতাংশ জমি হেবা দলিল করে দেন। এনিয়ে ছোট ছেলে আলমগীর ক্ষিপ্ত হয়ে বাবা মাকে বেদম পিটিয়ে আহত করে। এমনকি বাবা-মার থাকার ঘর, রান্না ঘর ও সৌর বিদ্যুৎ সংযোগ ভাংচুর করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ বিষয়ে বাবা মঙ্গল মিয়া বলেন, আমার ছেলেরা আমাদের ভাত কাপড় দেয় না। আমার শরীরও ভাল না। তাই আমার স্ত্রীর নামে ১৩ শতাংশ জমি হেবা করে দিয়েছি। আমার ছোট ছেলে আমাদের বাড়ি ঘর ভাংচুর করেছে। আমাদের পিটিয়ে আহত করেছে। থানায় অভিযোগ দিয়েছি। এসময় ছোট ছেলেকে গ্রেফতারের জোর দাবি জানাই।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ছেলে বাবা-মাকে মেরেছে বিষয়টি খুবই দুঃখজনক। ছেলের বিরুদ্ধে বাবার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ছেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর