হিমবুড়ি কড়া নাড়ছে খুলনায়

খুলনা, জাতীয়

মানজারুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 04:04:40

একটু একটু করে হিমবুড়ি কড়া নাড়ছে খুলনায়। হেমন্তের শুরুতেই প্রকৃতিতে উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু করেছে এখানে।

খুলনার অধিকাংশ অঞ্চলেই রাতভর কুয়াশার চাদরে ঢেকে থাকার পর ভোরে শিশির বিন্দু ঘাসের ডগা আর ধানের শীষে হীরক দ্যুতি ছড়াচ্ছে। রাতভর বোনা মাকড়সার জালে শিশির বিন্দু দেখে মনে হয় যেন হীরক মালা। কুয়াশায় ভোরের সূর্যটাও যেন উঁকি দিচ্ছে আলসেমিতে ভর করে। এখনই ঠান্ডা বাতাসে শীতের আগমনী বার্তার জানান দিচ্ছে প্রকৃতি। হেমন্তেই যেন প্রকৃতির শীত বরণের প্রস্তুতি।

মৃদু শীতের এ সময়টাতেই ধীরে ধীরে শরতের শুভ্রতার রূপ পাল্টে এক বিচিত্রতা ছড়িয়ে দেয় প্রকৃতি। কাশবন থেকে সাদা ফুল ঝরে পরে, একই সঙ্গে সবুজে ঢাকা গাছপালা থেকেও পাতা ঝরতে শুরু করে।

ঘূর্ণিঝড় তিতলির কারণে গত কয়েকদিন হালকা বৃষ্টিপাত হওয়ার পর থেকেই এমন মৃদু শীতের আগমনী বার্তা শুরু হয়েছে। এই ঠান্ডায় ভর করেই কয়েকদিন পরে শুরু হবে শুষ্ক মৌসুম।

হালকা হলুদ-সবুজ ধানের শীষে শিশিরের বিন্দু চিক চিক করছে। কিছুদিন পর থেকেই মাঠজুড়ে উঁকি দেবে সোনালি ফসল। এরপর থেকেই গ্রামগঞ্জে কিছুদিন পরেই শুরু হবে কৃষকের ধান কাটার মহোৎসব নবান্ন। আবহমানকাল থেকেই আমাদের দেশে নবান্ন আসে খুশির বার্তা নিয়ে।

শীতের আগাম বার্তা পাওয়ায় নগরীর ময়লাপোতা মোড়সহ কয়েকটি জায়গায় চলছে চুলা তৈরির কাজ। কয়েকদিন পর থেকে এসব চুলাতেই পিঠা তৈরি হবে নগরীর প্রতিটি মোড়ে মোড়ে।

বদলে যাচ্ছে প্রকৃতি পরিবেশ। পুরোদমে শীত আসতে আরও কিছুদিন লাগলেও আগাম জানান দিচ্ছে প্রকৃতি। ভোরের দিকে ঘন কুয়াশা থাকায় দূরপাল্লার যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলছে। গাছিরা খেজুরের রস সংগ্রহে গাছ কাটা শুরু করেছে।

এ সম্পর্কিত আরও খবর