কঠোর লকডাউনে বিনা প্রয়োজন ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় জয়পুরহাটে ৫৫০ জনকে তিন লাখ ৭৮ হাজার ৬০০ টাকা জরিমানা ও একজনকে তিন দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (০৭ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসন থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
সরকার ঘোষিত বিধি-নিষেধ বাস্তবায়নে জেলায় গত সাতদিনে ১৯৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় এসব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেদবতী মিস্ত্রী বলেন, গত বৃহস্পতিবার সকাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকায় ১৯৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৫৫০ জনকে ৩ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।