দুদকে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 14:44:04

শিল্প প্রতিষ্ঠানের গ্যাস বিল, বিদ্যুৎ বিল ও ভ্যাট ফাঁকির অভিযোগে নিজের বক্তব্য প্রদান করতে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও সিইও লতিফুর রহমান। 

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাচিগার দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন তিনি। এ সময় তিনি তার ব্যক্তিগতটি গাড়ি কার্যালয়ের গেটের বাইরে রেখে হেঁটে দুদকে প্রবেশ করেন।  

দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা নাসির উদ্দিন সাক্ষরিত এক নোটিশে ১৮ অক্টোবর  তাকে দুদকের প্রধান কার্যালয়ে তাকে তলব করা হয়।

দুদকের পাঠানো ওই চিঠিতে বলা হয়, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রুপভুক্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের গ্যাস বিল, বিদ্যুৎ বিল ও ভ্যাট ফাঁকি দিয়ে শত শত কোটি টাকা এবং অবৈধ সম্পদ অর্জন, বিভিন্ন দেশে অর্থপাচার এবং অবৈধ উপায়ে সরকারি জমি দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর