নোয়াখালীর কোভিড হাসপাতালে আরও দুইজনের মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-27 06:29:24

নোয়াখালী ১২০ শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ। অপরদিকে জেলায় নতুন করে আরও ৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৯৭ শতাংশ।

কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ বলেন, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত কোভিড হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও ২ জন রোগীর মৃত্যু হয়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ জন রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ জন।

হাসপাতালে ৩১ জন পুরুষ ও ৪৩ জন নারীসহ ৭৪ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে ১৪ জন নারী ও ১১ জন পুরুষের অবস্থা সংকটাপন্ন তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে সর্বশেষ ১৪৫টি নমুনা পরীক্ষা করে ৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে ১, সুবর্ণচরে ৪, বেগমগঞ্জে ১৬, চাটখিলে ৬, সেনবাগে ১ ও কবিরহাট উপজেলায় ১৪ জন রোগী রয়েছেন। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ হাজার ৩৫৬ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৩৭ জন রোগী। আইসোলেশনে রয়েছেন ৫ হাজার ৫৪৩ জন রোগী।

এ সম্পর্কিত আরও খবর