কুষ্টিয়ায় এফবিসিআইসি'র উদ্যোগে চিকিৎসা সরঞ্জামাদী প্রদান

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-25 21:00:08

কুষ্টিয়া ডেডিকেটেড হাসপাতালে দুটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন, ১০ সেট অক্সিজেন সিলিন্ডার, মাস্ক ও চিকিৎসা সরঞ্জামাদী দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।

রোববার (২৫ জুলাই) বিকেলে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এএইচএম আনোয়ারুল ইসলামের কাছে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক ও প্রয়োজনীয় সামগ্রীসমুহ হস্তান্তর করেন এফবিসিসিআই'র প্রতিনিধি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাজী রবিউল ইসলাম।

কুষ্টিয়ায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণে এ সহায়তা দেওয়া হয়েছে।

এ সময় কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাজী রবিউল ইসলাম বলেন, কুষ্টিয়ায় করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে। জেলায় প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বাড়ায় অক্সিজেনের প্রয়োজনীয়তা বাড়ছে। ক্রমবর্ধমান এই করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ করতে কুষ্টিয়ার স্বাস্থ্য দফতরকে বেশ বেগ পেতে হচ্ছে। অক্সিজেনের অভাবে প্রতিদিনই হাসপাতালে করোনা আক্রান্ত রোগী মারা যাচ্ছেন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এএইচএম আনোয়ারুল ইসলাম জানান, অক্সিজেন কনসেনট্রেটর মেশিনটি বাতাস থেকে ২১ শতাংশ অক্সিজেন নিয়ে শতভাগ অক্সিজেন সরবরাহ করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অজয় সুরেকা, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, পরিচালক খন্দকার জিয়াদুল হক, মোয়াজ্জেম হোসেন মোকাররম, মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ, এমএম রোকুনুজ্জামান নান্টু, খন্দকার ইকবাল মাহামুদ, হারুন অর রশিদ, মাহাবুবুর রহমান টিপু, শহিদ মুছা ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর