চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত
-
-
|

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পাইলট।
বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বার্তা২৪.কমকে বলেন, YAK130 ওই প্রশিক্ষণ যুদ্ধবিমানটি ওঠার সময় রানওয়েতে স্পার্কস করেছিল। এরপর ওপরে গিয়ে বিধ্বস্ত হয়ে যায়। ওই বিমানে থাকা দুজন পাইলটকে আমরা প্যারাসুট করে নামতে দেখেছি। তবে সেটি কোথায় তা এখনও নির্দিষ্ট করতে পারিনি। বিভিন্ন জায়গায় ওই বিমানের আংশ পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে বন্দরের টার্মিনাল বে এলাকার কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
এদিকে আইএসপিআর থেকে জানানো হয়, যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় পতিত হয়েছে। বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একরাম উল্লাহ বলেন, দুই পাইলটকে উদ্ধার করে নেভি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন- উইং কমান্ডার সোহাম ও আসীম জাওয়াদ। দুজনই এখনও জীবিত আছেন। তবে তাদের মধ্যে আসিমের অবস্থা আশঙ্কাজনক৷ তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। এছাড়াও ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও কোস্ট গার্ড বিমানটি উদ্ধারের কাজ করছে।