উপজেলা নির্বাচন

ফুলগাজীতে চেয়ারম্যান হারুন, ভাইস চেয়ারম্যান অনিল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিপুল ভোটে বেসরকারিভাবে ফুলগাজী উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মজুমদার। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অনিল বণিক ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মঞ্জুরা আজিজ।

বুধবার (৮ মে) রাত ৮ টার দিকে নির্বাচন কার্যালয় হতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নির্বাচনে মোট ৩২ কেন্দ্রে কাপ-পিরিচ প্রতীকে মোট ২৭ হাজার ৬৩৫ ভোট পেয়েছেন হারুন মজুমদার। অন্যদিকে চেয়ারম্যান পদে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী চিংড়ি মাছ প্রতীকে জাফর উল্ল্যাহ ভূঞা পেয়েছেন ৭৭৫ ভোট।

বিজ্ঞাপন

নির্বাচন কার্যালয় হতে প্রাপ্ত তথ্যানুযায়ী, নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ২৯ হাজার ৩৩০ ভোট পড়েছে। তার মধ্যে ৯২০টি ভোট বাতিল করা হয়েছে। বৈধ ভোটের সংখ্যা ২৮ হাজার ৪১০। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬৭১। নির্বাচনে মোট ভোটারের ২৭.৭৬ শতাংশ ভোট দিয়েছেন।

নিরুঙ্কুশ জয় পাওয়া হারুন মজুমদার বিজয়ের অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি ধারণা করেছিলাম নির্বাচনে ৩২ কেন্দ্রে ৩২০০ ভোটও আমি পাবো না। কিন্তু মানুষ ভোটকেন্দ্রে স্বতঃস্ফুর্তভাবে ভোট দিতে এসেছে। আমি ভোটারদের কাছে কৃতজ্ঞ, নির্বাচনে ভোট দিয়ে তারা আমাকে বিজয়ী করেছেন। আমি দলমত নির্বিশেষে সবার উপজেলা চেয়ারম্যান হিসেবে কাজ করতে চাই।

বিজ্ঞাপন

অন্যদিকে ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে ১১ হাজার ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অনিল বণিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী মাহবুবুল হক কালা পেয়েছেন ৭ হাজার ২৬৫ ভোট, চশমা প্রতীকে আবদুর রহীম পাটোয়ারী পেয়েছেন ৩ হাজার ৮৯১ ভোট, টিউবওয়েল প্রতীকে পরিমল চন্দ্র রায় পেয়েছেন ৩ হাজার ১৯৭ ভোট এবং উড়োজাহাজ প্রতীকে সাইফ উদ্দিন মজুমদার পেয়েছেন ২ হাজার ৬৮৮ ভোট।

নির্বাচন কার্যালয় হতে প্রাপ্ত তথ্যানুযায়ী, নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোট ২৯ হাজার ১৮০ ভোট পড়েছে। তার মধ্যে ১০৫০টি ভোট বাতিল করা হয়েছে। বৈধ ভোটের সংখ্যা ২৮ হাজার ১৩০। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬৭১। নির্বাচনে মোট ভোটারের ২৭.৬১ শতাংশ ভোট দিয়েছেন। এর আগে এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মঞ্জুরা আজিজ নির্বাচিত হন।

জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় পরশুরামে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মজুমদার নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম সফিকুল হোসেন মহিম ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সামছুন নাহার পাপিয়া পুনরায় নির্বাচিত হয়েছেন।