মদ খেয়ে ৩ জনের মৃত্যু, হাসপাতালে দুইজন

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-23 16:17:31

 

ঝিনাইদহের কালীগঞ্জে অতিরিক্ত মদপানে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়াও আরো ২জন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ও শুক্রবার (২০ অক্টোবর) রাতে তারা মদ খেয়ে মারা যায়।

নিহতরা হলেন, কালীগঞ্জ শহরের বলিদাপাড়া গ্রামের নির্মল কুমারের ছেলে বাপ্পি (৩৫),  কলেজপাড়ার অখিল দাসের ছেলে বিকাশ দাস ওরফে মুন্না (২৫) এবং শহরের  বিমল মিত্রের ছেলে সুভাংকর মিত্র টিটো।

তবে পুলিশ বলছে, তারা বিষয়টি জানে না। এবং মৃতদের পরিবারের পক্ষ থেকে মদ খাবার বিষয়টি স্বীকার করলেও তারা বলছে অতিরিক্ত মদ খেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে সবাই।

জানা যায়, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপুজোর শেষে সকলে মদ খেয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবার রাতে মুন্না মদ খেয়ে কালীগঞ্জ হাসপাতালে মারা যায়।

শুক্রবার রাতে মদ খেয়ে অসুস্থ হয় বাপ্পি, সুভাংকর মিত্র টিকোসহ আরো কয়েক জন। তাদের মধ্যে মারা যায় টিটো ও বাপ্পি।

এছাড়া হাসপাতালে মদ খেয়ে অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছে শহরের নিমাই দাসের ছেলে তপন দাস (৩৮) ও নির্মল দাস (৫৫)।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাফায়াতে হুসাইন জানান, হাসপাতালে  সবাই মদ খেয়ে অসুস্থ অবস্থায় এসেছিল।

কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, তিনি বিষয়টি জানেন না। মদ খেয়ে মারা গেছে  এমন কোন অভিযোগ কেউ দেয়নি।

এ সম্পর্কিত আরও খবর