দশম সংসদের শেষ অধিবেশন বসছে আজ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-17 12:32:44

দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন বসছে আজ। সংসদের ২৩তম এ অধিবেশনটি রোববার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শুরু হবে।

সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেছেন।

এই অধিবেশন কতদিন চলবে তা আজ সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। বরাবরের মতো অধিবেশন শুরুর একঘণ্টা আগে এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

এরআগে দশম সংসদের ২২তম অধিবেশনটি ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হয়। সেই অধিবেশন ১০ কার্যদিবস চললেও ১৮টি বিল পাস করে রেকর্ড করে। চলমান দশম সংসদের আগের ২১ অধিবেশনের কোনটিতেই এতগুলো বিল পাস হয়নি।

এ সম্পর্কিত আরও খবর