দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হাসপাতাল ও বাসা মিলিয়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন।
বিভাগওয়ারি সুস্থ হয়েছেন ঢাকা বিভাগে ৭ হাজার ৩৬৮ জন, চট্টগ্রামে ৪ হাজার ৯৪৮ জন, রংপুরে ৪৪৭ জন, খুলনায় ১ হাজার ৩৭৮ জন, বরিশালে ২৭৫, রাজশাহীতে ১ হাজার ৮ জন, সিলেটে ৩৫৯ জন এবং ময়মনসিংহে ৫১৪ জন।
আজ মঙ্গলবার (০৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৯৭টি পরীক্ষাগারে ৫৫ হাজার ২৮৪টি নুমনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন।
একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৫ জন। এর মধ্যে পুরুষ ১৪০ জন এবং মহিলা ৯৫ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু বরণ করেছেন ২১ হাজার ৩৯৭ জন।