ধামরাইয়ে করোনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, (সাভার ) ঢাকা | 2023-08-25 15:07:31

ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা মো. রতন মিয়া মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

বুধবার (৪ আগস্ট) বিকেলে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন বীর মুক্তিযোদ্ধা মো. রতন মিয়ার মেয়ের জামাতা এস এম এ কালাম।

এরআগে একইদিন বুধবার (৪ আগষ্ট) সকাল ৯টায় মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বীর মুক্তিযুদ্ধা মো. রতন মিয়া ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের পাড়াগ্রামের মো. চেরাগ আলী মন্ডলের ছেলে। তিনি প্রবীণ আওয়ামী লীগ নেতা এবং পাড়াগ্রাম সিকদারবাড়ি জামে মসজিদের সভাপতি ছিলেন। ১৯৭১ সালে তিনি বাতেন বাহিনীতে যোগ দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা মো. রতন মিয়ার মেয়ের জামাতা এস এম এ কালাম বার্তা২৪.কমকে বলেন, আমার শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মো. রতন মিয়া এক ছেলে, দুই মেয়ে, স্ত্রী নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বাদ আসর তার নিজ গ্রামে জানাজা ও গার্ড অব অনার শেষে পাড়াগ্রাম কবরস্থানে ওনাকে দাফন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর